ইটালিয়া নাইন্টি : আমার প্রথম বিশ্বকাপ
আসুন বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে পুরনো কিছু স্মৃতি রোমন্থন করা যাক । আমরা যারা চার বছর অন্তর অন্তর বিশ্বকাপ ফুটবল টেলিভিশনে দর্শন করে বড় হয়েছি , তাদের কারো কাছে হয়তো বিশ্বকাপের সবথেকে পুরনো স্মৃতি ১৯৮৬, কারো কাছে ১৯৯০ বা ১৯৯৪ বা ১৯৯৮ । কেউ হয়তো চলতি শতাব্দীতে জীবনে প্রথমবার বিশ্বকাপের খেলা চাক্ষুষ করেছেন । তর্কের খাতিরে ধরে নেওয়াই যেতে পারে আমাদের দেশে কচিকাচারা মোটিমুটি ১০ কি ১১ বছর বয়স থেকে বিশ্বকাপ ফুটবলের স্বাদ নিতে শুরু করে । মেসি-রোনাল্ডো-ক্লোজে-রবেনদের ফুটবল ঐতিহ্যশালী দেশগুলিতে জীবনের প্রথম বিশ্বকাপ দর্শনকারী ক্ষুদেদের এই গড় বয়স হয়তো আরও কম ।
এবার নিজের শৈশবের কথায় আসি । নিজের স্মৃতিকে টাইম মেশিনে যতোই পিছিয়ে নিয়ে যাই চোখে ভাসে শুধু ইটালিয়া নাইন্টি । আজ্ঞে হ্যা । ১৯৯০ সাল থেকেই আমি বিশ্বকাপ ফুটবল দেখা শুরু করি,
তাও টুর্নামেন্টের মাঝখান থেকে । তখন আমার বয়স মোটে নয় । বাবা মা ছোট বোনকে নিয়ে দমদম লিচুবাগানের মোড়ের এক ভাড়া বাড়ীতে ছিল আমার ছোট্ট মধ্যবিত্ত বাঙ্গালী সংসার । বাড়ীতে বাবা মায়ের শাসন , বোনের সঙ্গে দিনরাত খুনসুটি আর স্কুলে বন্ধুদের সঙ্গে হুটোপাটি – এইই ছিল আমার জগৎ । এমন সময়ে ১৯৯০ এর জুন মাসে রেঁনেসাসের দেশে বসলো বিশ্বকাপ ফুটবলের জমকালো আসর । বিশ্বকাপ শুরুর প্রথম প্রথম ফুটবল খেলা কি,
খায় না মাথায় দেয় কিছুই বুঝতাম না । মনে আছে সম্ভবত ব্রাজিল বনাম আর্জেন্টিনার প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা চলছিল । বাবা পাড়ার কয়েকজন কাকুর সঙ্গে বসে খেলা দেখছিলেন । আমি বারবার বায়না করছিলাম কার্টুন চালানোর জন্য । এমন সময় খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে ব্রাজিলের চারজন ডিফেন্ডারের মধ্যে দিয়ে দিয়েগো মারাদোনার সেই ডিফেন্সচেরা থ্রু সোনালী চুলের ক্যানিজিয়ার উদ্দেশ্যে । মুহুর্তের মধ্যে গোওওওওওওওওওওল । ঘরভর্তি লোকের চেঁচামিচিতে কান পাতা দায় । দশ মিনিট পরে রেফারির বাঁশী ও চোখের জলে ব্রাজিলের বিদায় ।
সেই প্রথম ফুটবলের রাজপুত্রের প্রেমে পড়ে গেলাম । সেই প্রথম উপলব্ধি করলাম আমার কুয়োর ব্যাঙের জগতের বাইরে আর একটা বিশাল বর্ণময় জগৎ আছে – বিশ্বকাপ ফুটবলের জগৎ । যা চার বছর অন্তর হাতছানি দিয়ে ডাকে । নিজস্ব সৌরভে মাদকতায় মাতিয়ে দিয়ে যায় আপামর বিশ্ববাসীকে । এরপর একে একে বিশ্ব ফুটবলের রথী মহারথীদের সঙ্গে আমার পরিচয় হলো। ম্যাথিউজ,বাস্তেন,রাইকার্ড,গুলিট,ভালদারামা,ক্লিনসম্যান,ব্রেহমে,বুরুচাগা,বুত্রাগুয়েনো,বাজ্জিও,হাজি,
স্কিলাচ্চি,দোনাদোনি,বারেসি,মিল্লা,লিনেকার – কাকে ছেড়ে কার নাম করবো । ফুটবল রাজপুত্র দিয়েগো তো আছেনই । যে ছেলেটা ম্যাচ চলাকালীন কার্টুন দেখার জন্য বায়না করতো,
সেই কোন যাদুকাঠির ছোঁয়ায় দিনরাত্রি খেলা গিলতে লাগলো । মারাদোনা ম্যাজিক বোধহয় একেই বলে ।
ক্যামেরুন বনাম কলম্বিয়ার নকআউট রাউন্ডের ম্যাচটা স্পষ্ট মনে পড়ে । অতিরিক্ত সময়ে হিগুয়েতাকে কাটিয়ে রজার মিল্লার সেই গোল ও সাইডলাইনের কাছে গিয়ে কোমর দুলিয়ে সেই নাচ যা পরে কাল্ট হয়ে যায় । আমার এক কাজিন নাচটা অসাধারণ নকল করতে পারতো । কলম্বিয়াকে হিগুয়েতার ভুলের জন্য খেসারত দিতে হলেও আমার মনে কিন্তু ওর পাগলামো দাগ কেটে গেছিলো । ২৮ বছর হয়ে গেলো কিন্তু ওর মতো বর্ণময় চরিত্রের গোলকিপার বিশ্বকাপের আসরে আর দেখতে পেলাম না । তবে চুলের ফ্যাশান দিয়ে নজর কেড়ে নিয়েছিলো ভালদারামা । মাঠে ভালদারামা বল ধরলেই ঝাকড়া চুল দিয়ে চিনে ফেলতাম ওকে । এবারের রাশিয়া বিশ্বকাপে কলম্বিয়ার একটি ম্যাচে ওদের দুজনকে দর্শকাসনে একসঙ্গে দেখতে পেয়ে ছেলেবেলার স্মৃতি যেন ডানা মেলে উড়ে এল ।
আর্জেন্টিনার খেলা দেখতে দেখতে কেন জানিনা দলটার প্রতি সিমপ্যথি জন্মে গেছিলো । প্রতি ম্যাচের আগে প্রার্থনা করতাম দিয়েগোর দল যেন যেতে । আর্জেন্টিনা দলটা সে বছর গোটা টুর্নামেন্ট জুড়েই নড়বড় করছিলো । প্রথম রাউন্ডের গন্ডী টায়েটুয়ে পেরিয়েছিলো । অনেকটা এবারের বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার মতো । কিন্তু ইংরেজীতে ভারি সুন্দর একটা কথা আছে । Women are like the reed, that bends to the breeze
but breaks not in the tempest ।
মারাদোনার আর্জেন্টিনা সেবছর ভাঙ্গতে ভাঙ্গতেও মচকায় নি । ব্রাজিল বধের পর কোয়ার্টারে আর্জেন্টিনার মুখোমুখি হলো যুগোস্লাভিয়া । তখনও বসনিয়ান জেনোসাইড শুরু হয়ে দেশটা টুকরো টুকরো হয়ে যায়নি । ড্রাগান স্তোইকোভিচের মতো মাঠ কাপানো প্লেয়ার ছিল ওই দলে । বুত্রাগুয়েনোর স্পেনকে নকআউটে দুর্দান্ত খেলে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল ইউরোপের ব্রাজিল বলে খ্যাত যুগোস্লাভ দলটা । ধারে ভারে আর্জেন্টিনার থেকে বেশ এগিয়ে ছিল এই দলটা ।
খেলা শুরু হল । প্রথম হাফটা ম্যাড়ম্যাড়ে ভাবে গোলশূন্য শেষ হল । হাফটাইমের পরে যুগোশ্লাভিয়া অসাধারণ খেলতে লাগলো । কোনরকমে আর্জেন্টিনা বিপক্ষের আক্রমণ সামাল দিতে লাগলো । অসাধারণ সেভ করতে লাগলেন আর্জেন্টাইন গোলকিপার গোয়কোচিয়া যিনি বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নেরি পম্পিদুর পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিলেন । ৯০ র আর্জেন্টিনা দলের তিনজন খেলোয়ারের স্মৃতি আমার এখনো স্পষ্ট মনে আছে । মারাদোনা, ক্যানিজিয়া ও গোয়কোচিয়া । তো যা বলছিলাম । মারাদোনাকে বোতলবন্দী করে যুগোশ্লাভিয়া ক্রমাগত আক্রমণ শানিয়েও গোল করতে পারলো না । অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ালো টাইব্রেকারে । সেটাই আমার দেখা প্রথম টাইব্রেকার । এবং সেখানেই প্রথম দেখলাম ফুটবলের ঈশ্বরও পেনাল্টি মিস্ করেন । ম্যাচ যখন টানটান অবস্থায় সেই সময় মারাদোনা শট নিতে এলেন । বাচ্চাদের মতো গড়ানো শট মেরে বল গোলকিপারের হাতে তুলে দিলেন । কি হতাশ যে হয়েছিলাম বলে বোঝাতে পারব না । বাজ্জিও,গ্যাসকোয়েন,মেসি থেকে রোনাল্ডো – জীবনে বহু বহু সুপারস্টারের পেনাল্টি মিস্ দেখেছি । কিন্তু মারাদোনার কিন্ডারগার্টেনের বাচ্চাদের মতো পেনাল্টি মিস্ । এ যে অবিশ্বাস্য ! গতকালই youtube
এ সেই টাইব্রেকারের ভিডিও দেখছিলাম । সে যাত্রা আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়ে গেছিল গোয়কোচিয়ার সোনার হাত । একা হাতে দলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়ে সেমিফাইনালে তুললো সে । মারাদোনা ক্যানিজিয়ার পাশাপাশি আমার হৃদয়ে স্থান করে নিল গোয়কোচিয়া ।
আর্জেন্টিনা –ইতালি সেমিফাইনাল ম্যাচ টিভিতে দেখাও একটা অভিজ্ঞতা ছিল বটে । ৯০ র ইতালির ডিফেন্সের মত শক্তিশালী ডিফেন্স আমি পরবর্তী কালে আর দেখিনি । মালদিনি -বারেসি- দোনাদোনি – ভিয়ালি এই চার দুনিয়া কাঁপানো ফুটবলার বিশ্বকাপে ইতালির ডিফেন্সে একটা মাছিও গলতে দেয়নি । স্বয়ং ভগবানকেও বোধহয় এদের কাছে অনুমতি নিতে হত ইতালির পেনাল্টি বক্সে ঢোকার জন্য । গোল করা তো বহুৎ দূর কি বাত্ । তা এরকম একটা দলের মুখেই সেমিতে তাদের হোম গ্রাউন্ডে পড়ে গেল বিশ্বকাপে টিমটিম করে টিকে থাকা মারাদোনার আর্জেন্টিনা । যতদূর মনে পড়ে ম্যাচটা শুরু হয়েছিল রাত ৮ টায় । ম্যাচের শুরুতেই টোটো স্কিলাচ্চি গোল করে ইতালিকে এগিয়ে দিয়েছিল । আর্জেন্টিনা চেষ্টা করছিল বটে ইতালির ডিফেন্সে ছিদ্র খোঁজার কিন্তু কোন দলই দৃষ্টিনন্দন খেলা খেলছিল না । এমন সময় লোডশেডিং হয়ে গেল । বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ । কারেন্ট চলে গিয়ে অন্ধকারে চাতক পাখির মতো বসে আছি কখন আবার কারেন্ট আসবে । তখনকার যুগে কারেন্ট চলে গেলেও মোবাইল অ্যাপস্ এ খেলা দেখা অকল্পনীয় ছিল । কারেন্ট এল প্রায় এক ঘন্টা পরে । তড়িঘড়ি করে টিভি চালিয়েই দেখি রেজাল্ট ১-১ । খেলার শেষ ভাগে দুর্ভেদ্য ইতালিয়ান ডিফেন্সকে টপকে গোল শোধ করেছে সেই ক্যানিজিয়া । ধড়ে যেন প্রাণ ফিরে পেলাম । রেফারির বাঁশি বাজতেই ম্যাচ গড়ালো এক্সট্রা টাইম ও শেষমেশ সেই টাইব্রেকারে । এবার কিন্তু মারাদোনা পেনাল্টি মারতে কোন ভুল করলেন না । অন্যদিকে গোয়কোচিয়া দুটো অনবদ্য সেভ করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে তুললেন । আর্জেন্টিনা জিতে যাওয়ার পর আমার সেকি চিৎকার !!!!
তারপর এল ৮ জুলাই এর সেই অভিশপ্ত ফাইনাল ম্যাচ । আর্জেন্টিনা বনাম পশ্চিম জার্মানি । মারাদোনা বনাম ম্যাথিউজ । জুলাই মাসেই আমার বাবা কলকাতা থেকে বদলি হয়ে বহরমপুরে চলে গেলেন আমাদের সবাইকে নিয়ে । বহরমপুরের ভাড়া বাড়ীতেই ফাইনাল ম্যাচটা দেখেছিলাম। তখনও বাক্স প্যাটরা খুলে আসবাবপত্র সাজিয়ে হয়ে ওঠা হয়নি । যেদিন সকালে বহরমপুর পৌঁছলাম সেদিন রাত সাড়ে ৯ টা থেকেই রোমের অলিম্পিক স্টেডিয়াম থেকে সরাসরি টিভিতে ম্যাচ সম্প্রচার হওয়ার কথা । তাই বাবা লোক ডেকে টিভির ব্যবস্থাটা আগে ভাগে করে রাখলেন । রাতের খাওয়া শেষ করে সবাই মিলে ম্যাচ দেখতে বসলাম । মন চাইছে দিয়েগোর হাতে বিশ্বকাপটা উঠুক,কিন্তু যুক্তি বলছে জার্মানি ৮৬ র ফাইনালের বদলা নেবেই । খেলার প্রথম মিনিট থেকেই জার্মানি বুঝিয়ে দিল কাপ জিততে তারা কতটা বদ্ধপরিকর । ব্লিৎজক্রিগ্ বলে জার্মান ভাষায় একটা শব্দের জন্ম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় । এর অর্থ হল ঝঞ্ছার বেগে আক্রমণ যা শত্রুকে হতভম্ব করে দেবে । জার্মান ফরোয়ার্ডরা ঢেউয়ের মতো উঠে আর্জেন্টিনার গোলে আছড়ে পড়তে লাগলো । বার দুয়েক আর্জেন্টিনার পোস্টে বল লাগলো । বারকয়েক বল গোলপোস্টের গা ঘেষে বেরিয়ে গেল । আপনারা যারা ৯০ র ফাইনাল দেখেন নি তারা কল্পনাও করতে পারবেন না জার্মানি কিভাবে দুরন্ত গতিতে আক্রমণ শানিয়ে গেছে । এবং এটা ভাবলেও গায়ে কাঁটা দেয় আর্জেন্টিনা কিভাবে ম্যাচের প্রায় ৮০ মিনিট পর্যন্ত অভিমন্যুর মতো বুক চিতিয়ে জার্মানিকে ঠেকিয়ে রেখেছিল । আর্জেন্টিনার দেজট্টি ও মনজনকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন মেক্সিকান রেফারি এডগার্ডো মেনডেজ । এখনও যেন চোখের সামনে ভাসে দুজনকে লাল কার্ড দেখানোর পর মারাদোনার রেফারির সঙ্গে তর্কাতর্কির দৃশ্য । ৯ জনে মিলে লড়াই করে কতক্ষণই আর জার্মানদের ঠেকিয়ে রাখা যায় । ম্যাচের ৮৫ মিনিটের মাথায় জার্মানিকে দেওয়া হলো সেই বহু বিতর্কিত পেনাল্টি যেটা নিয়ে আজও জার্মানি ও আর্জেন্টিনার ফ্যানদের মধ্যে রেষারেষি চলে । রবার্তো সেনসিনি পেনাল্টি বক্সের ভেতরে রুডি ফোয়েলারকে ফাউল করেন । আমার সেনসিনির অ্যাকশন দেখে মনে হয় তখনকার যুগে যদি VAR থাকতো তাহলে হয়তো জার্মানি পেনাল্টিটা নাও পেতে পারতো । বা ৫০-৫০ সুযোগ থাকত পেনাল্টি পাওয়া বা না পাওয়ার মধ্যে । এখনও ফাউলের ভিডিও দেখে মনে হয় সেনসিনি ফোয়েলারকে ইচ্ছাকৃত ভাবে ট্যাকল করেননি, ফোয়েলারের পায়ের সামনে থেকে বলটা ক্লিয়ার করতে গেছিলেন মাত্র ।
যাই হোক আর্জেন্টিনার গোলরক্ষক গোয়কোচিয়া যখন গোলপোস্টের নিচে দাঁড়ালেন বুক থেকে হৃৎপিন্ডটা যেন খুলে আসার যোগাড় হল । মাথার শিরা টনটন করতে লাগলো । পারবে তো গোয়কোচিয়া তার সোনার হাত দিয়ে আর্জেন্টিনাকে আরও একবার রক্ষা করতে ? পারবে তো রেফারির মুখের উপর যোগ্য জবাব দিতে ? কিন্তু হাসেন অন্তর্যামী । ঠান্ডা মাথায় ব্রেহমে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে জয়ের দোরগোড়ায় নিয়ে গেলেন । এই ম্যাচের ঠিক ২০ বছর পরে দোভাষীর কাজ করতে গিয়ে ব্রেহমের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের সৌভাগ্য হয়েছিল আমার । ওনাকে জিজ্ঞেস করেছিলাম এখন পেনাল্টি শটটা আবার মারার সুযোগ পেলে কি গোল করতে পারতেন ? মৃদু হেসে জবাব দিয়েছিলেন এখন হয়তো শটটা বাইরে চলে যেত । ১-০ হয়ে যাওয়ার পর শেষের ৫ মিনিট ছিল শুধুই নিয়মরক্ষার খেলা । ৯ জনে খেলে জার্মান শেলে বিধ্বস্ত আর্জেন্টিনার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না । জার্মান অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি ওঠা তখন কেবল কিছু সময়ের অপেক্ষা ।
শেষমেশ ম্যাচ শেষের বাঁশী বাজল । মারাদোনার চোখ থেকে ঝরঝর করে জলের ধারা নেমে এল । যেন যুদ্ধে শোচনীয় ভাবে হেরে যাওয়া আহত রক্তাক্ত অপমানিত এক মিলিটারি জেনারেল যার কাছে ব্যর্থতার চেয়ে বড় ব্যর্থতা কিছু হতে পারে না । এখনও মনে আছে টিভির পর্দায় স্টেডিয়াম ছাপিয়ে রোমের আকাশে ঈষৎ মেঘে ঢাকা চাঁদ দেখা যাচ্ছিল । উপরে চন্দ্রালোকিত আসমান তো নিচে বিশ্ব ফুটবলের আমার দেখা সর্বকালের সর্বসেরা ট্রাজিক দৃশ্য । রাজপুত্রের চোখে বিষাদের জল। বিশ্বকাপ অনেককে দুহাত ভরে ভরিয়ে দিয়েছে , অনেককে আবার করেছে পথের ভিখারী । বিশ্বকাপের আসরে বহু সুপারস্টারকে ব্যর্থ হয়ে কাঁদতে দেখেছি । কিন্তু মারাদোনার কান্না সেদিন এই ৯ বছরের বালকের কাছে শুধু কান্না ছিল না
, ছিল বুক ফেটে বেরিয়ে আসা এক আর্তনাদ । সেদিন আমিও আর নিজের কান্না ধরে রাখতে পারিনি । কাঁদতে কাঁদতে দেখলাম বাবার চোখের কোনাটাও যেন চিকচিক করছে । সেদিন চোখের সামনে রচিত হতে দেখলাম বিশ্ব ফুটবলের এক ট্র্যাজিক মহাকাব্য ।
তারপর দীর্ঘ ২৮ বৎসর কোথা দিয়ে হু হু করে পেরিয়ে গেল । চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল আরও ছয় ছয়টা ফুটবল বিশ্বকাপ । বিশ্বকাপ ফুটবলের রণাঙ্গনে কত তারকা মহাতারকার উথ্থান পতনের সাক্ষী রইলাম । আজ সেই ৯ বছরের বাচ্চা ছেলেটা ৩৭ বছরের মধ্যবয়স্ক সংসারী মানুষ । কিন্তু আজও ইটালিয়া নাইন্টির বিষাদমধুর স্মৃতি আমার মানসপটে জাগরুক হয়ে আছে । এ প্রজন্মের ছেলেমেয়েদের গর্ব করে বলতে ইচ্ছা করে আমি টিভিতে ফুটবলের ঈশ্বরকে খেলতে দেখেছি । দেখেছি আফ্রিকার সিংহ রজার মিল্লাকে । দেখেছি ডিফেন্সের সম্রাট মালদিনিকে তার সেরা ফর্মে । দেখেছি বাস্তেন –রাইকার্ড-গুলিট নামক তিন মাথাওয়ালা ফুটবল ত্রাসকে । দেখেছি গ্যাসকোয়েনের কান্না । দেখেছি ফাইনালে জয়সূচক গোলের পর ব্রেহমেকে ঘিরে জার্মানদের জয়োল্লাস । সর্বোপরি দেখেছি রাজপুত্রের বুকফাটা কান্না । এ জীবনে আরও হয়তো ১০ টা বিশ্বকাপ দেখে যেতে পারব । বিশ্ব ফুটবলের বহুমুখী বিবর্তনের সাক্ষী হব । কিন্তু ইটালিয়া নাইন্টি আমার কাছে বরাবরই একটা মহাযুগ হয়ে স্মৃতির মণিকোঠায় থেকে যাবে ।
Nice it just awesome sir,
ReplyDeleteSir daarun laglo.🙂
ReplyDelete