Thursday 26 March 2020

করোনা বিপর্যয় ও কিছু জরুরি প্রশ্ন : প্রথম পর্ব

মনে করুন আমি কানাই । মোড়ের মাথায় এক কোণে বসে জুতো সেলাই করি । দৈনিক আমার রোজগার হয় মোটামুটি ৩০০ টাকা অর্থাৎ মাস গেলে মেরেকেটে ৯০০০ টাকা । ওই টাকা দিয়ে আমার বউ বাচ্চা বুড়ো বাপ মাকে নিয়ে সংসার চালাতে হয় । কিম্বা মনে করুন আমি ইলেকট্রিক মিস্তিরি শ্যামল । বাড়ী বাড়ী কাজ করে আমার দৈনিক রোজগার হয় ৫০০ টাকার মতো ।বাড়ীতে আমার বুড়ী মা রোগব্যাধিতে ভুগছে । মায়ের জন্য ওষুধ কিনতে আমার রোজগারের সিংহভাগ খরচা হয়ে যায় । কিম্বা ধরুণ আমি ভিখু । বাগবাজারে আমি রোজ রোদে পুড়ে ঘামে ভিজে হাতে টানা রিক্সা চালিয়ে দিন আনি দিন খাই । আমার বাড়ীতে আমার বউ আর ছোট ছোট দুটো বাচ্চা একমুঠো ভাতের জন্য আমার মুখ চেয়ে বসে থাকে । বা মনে করুন আমি চামেলি । একটি রেড লাইট এলাকার যৌনকর্মী । কাস্টমারদের শরীর বেচে কোনরকম উচ্ছিষ্ট খেয়ে দিন গুজরান হয় ।হঠাৎ একদিন দেখলাম রাজ্য সরকার করোনা বিপর্যয় মোকাবিলার জন্য ১৪ দিন ব্যাপি কার্ফিউ ঘোষণা করে দিল । কাল বিকেল ৫টা থেকে অকারণে বাইরে বেরনো বন্ধ । বাইরে বেরোলেই লাঠিচার্জ জেল জরিমানা ।যা কাজ করার বাড়ীতে বসে করতে হবে । বাইরে বেরোতে পার কিন্তু শুধু চাল ডাল সব্জী তেল নুন ওষুধ ইত্যাদি কিনতে । তাও আবার পুলিশের চোখরাঙ্গানি ও হুমকি সহ্য করে । এখন প্রশ্ন হচ্ছে আমরা চারজন যারা দিন আনি দিন খাই টাইপ জীবিকার সঙ্গে যুক্ত তারা এই ১৪ দিন খাবোটা কি ? আমরা তো আর আই টি কোম্পানির চাকুরের মতো ঘরে বসে ল্যাপটপে কাজ করতে পারবো না বা মাসের শেষে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি সরাসরি ঢুকে যাবে না । আর তাছাড়া আমাদের মতো গরীব মানুষদের বাড়ীতে আপৎকালিন ২০০০০ টাকার মতো জমা থাকা অকল্পনীয় । সুতরাং পেটের তাড়নায় একদিন না একদিন নিজের পরিবারের মুখ চেয়ে তাদের পেটে অন্ন জোগানোর জন্য আমাদের মরিয়া হয়ে বেরোতেই হবে । সে পুলিশের লাঠি খেয়ে যতই মাথা ফাটুক না কেন । বাইরে ওত পেতে আছে করোনার করাল থাবা আর ঘরের মধ্যে খিদের জ্বালায় কাঁদছে আমার বাচ্চাটা । কোন পথটা বেছে নেব আমি একটু বলতে পারেন ? বাড়ীর ভেতরে পরিবার নিয়ে আয়হীন অবস্হায় খিদের জ্বালায় ছটফট করবো আর প্রার্থনা করবো করোনা তাড়াতাড়ি বিদেয় হ ? নাকি বাইরে কাজ খুজতে গিয়ে মধ্যবিত্ত আর উচ্চবিত্ত শ্রেণীর বিদ্রুপ আর পুলিশি হিংসার শিকার হব ? আর বাইরে কাজ কোথায় ? এই ছোঁয়াছুঁয়ি সংক্রান্ত বিশ্বব্যাপি আতংকের পরিবেশে কে আমার হাতটানা রিক্সায় চাপবে কেই বা আমার কাছে জুতো সেলাই করতে আসবে আর কোন কাস্টমারই বা আমার ঘরে আসবে নিজের যৌনচাহিদা মেটানোর জন্য । কারণ এখন প্রত্যেকটি মানুষই করোনার বাহক হিসাবে সমান বিপজ্জনক ।


আমি এতো কথা এইজন্য বললাম কারণ আমি সত্যি সত্যি বুঝতে পারছি ভারতবর্ষে আর কয়েক মাসের মধ্যে ঈশ্বর না করুণ একটা ভয়াবহ নৈরাজ্যপূর্ণ অবস্হা তৈরি হতে চলেছে । একদিকে করোনার সর্বগ্রাসী ক্ষুধা আর একদিকে লক্ষ লক্ষ প্রান্তিক শ্রেণীর মানুষের কর্মহীন অবস্থায় মহাদুর্ভিক্ষের সম্ভাবনা । এই দ্বিমুখী বিপদ থেকে বেরিয়ে আসতে হলে গোটা দেশের প্রশাসন ও দেশের সুবিধাভোগী শ্রেণীকে সবার আগে দিন আনি দিন খাই মানুষগুলোর দৈনিক খাদ্য ও ওষুধ যোগানোর ব্যাবস্হা করতেই হবে নইলে ৪৩ বা ৭৬ এর মন্বন্তর ফিরে আসতেই পারে । সঙ্গে তো করোনার মহামারি রয়েছেই । এ ব্যাপারে কি করা যেতে পারে সেটা নিয়ে আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে যা আমি ধাপে ধাপে লিখবো । আপনারাও আপনাদের মতামত দিতে পারেন ।

দীপাঞ্জন দত্ত




Like
Comment

Saturday 14 March 2020

 1939 : Countdown to war by Richard Overy : Book Review



At last scored a century !!! Richard Overy's ' 1939 : Countdown to War ' is the hundredth non fiction on World War 2 i have read. Ever since 2005 i have kept myself engrossed in the study of WW2 history with single minded devotion. 15 long years had elapsed since then but still this single topic holds me in supreme awe. WW2 history has become more or less intoxication to me with its aura of endless tales and mysteries.

I have selected this particular book to reach the milestone of hundred books for a particular reason. Mr. Overy's book, though short in size ( It consists of only 124 pages excluding notes and index ) tells us about the few tension packed dramatic days just before the initiation of the most devastating war in human history. Hitler was adamant to invade Poland and teach her a hard lesson. Poland was equally adamant to reject Germany's demand to give away the Danzig corridor to the latter. England and France , though hesitant to go to war against Germany , were more than determined to take military action against Germany in case Germany invades Poland as they had binded themselves with Poland under a treaty. But the real masterstroke was played by Hitler when a few days before the Nazi invasion of Poland , Nazi Germany and Soviet union signed a non-aggression pact together. This pact for the time being removed the Soviet threat of invasion against Nazi Germany in case the World War begins. But the most important of all Hitler's army could now concentrate only on the western front against Germany's most formidable arch rivals France and England.


Molotov- Ribbentrop Pact

The author in his book also explains quite beautifully how Hitler tried his best to give an impression to the allies that he wants to localize the war, i.e. he does not want to engage Germany in a world war but only wants to teach Poland a lesson because of her recalcitrance to cede Danzig to Germany. But to his surprise England and France both were reluctant to allow him to do this even if the threat of a world war was looming largely. Hitler's army was supposed to invade Poland on 26th August but originally the invasion was postponed for 5 days and ultimately began in the early morning of 1 st September. This postponement bears the sign of the mental turmoil of Hitler as far as his consternation of the possible involvement of England and France in the war is concerned. The author also focuses on the general mood of the public as well as the political leaders and diplomats of both the allies as the world was on the brink of another devastating war. There were some peace feelers as well as some hardcore supporters of war in both the countries. But one thing was certain. Everyone in both England and France was aware that if world war really takes place , it is going to be much more devastating than the previous one due to the rapid advancement of military technology between the war years . Who could guess then that the war that Hitler began on the first day of September on the soil of Europe would one day even engulf the entire continents of Asia, Africa and Australia ?

German soldiers demolishing the Polish-German border check post 

1939 is truly a year of divine curse on mankind. The war , which could have been perhaps avoided, with mutual understanding and a united stand by the allies and Soviet Union against Hitler's greedy ambition, took place ultimately on that fateful day of September when at 4.45 in the morning the German training ship Schleswig Holstein , moored off the port of Danzig, opened fire on the Polish fort at Westerplatte. On 3rd September both England and France declared war on Germany and the human ordeal of 6 years of pain and endurance began. Richard Overy's book is indeed a ground breaking work as it familiarizes the WW2 readers with the reality of the few preceding days of the monumental war of the last century.